logo
দান করুন
sadaqaye-zariya

সদকায়ে জারিয়া

সদকায়ে জারিয়া মানে- যে দানের উপকারিতা শুধু এককালীন নয়; বরং চলমান ও দীর্ঘদিন অব্যাহত থাকে। যে দানের উপকারিতা একবারই অর্জিত হয় সেগুলোর সওয়াবও একবারই হয়। পক্ষান্তরে যে দানের উপকারিতা দীর্ঘদিন অব্যাহত থাকে সেগুলোর সওয়াব তথা বিনিময়ও মহান আল্লাহ দীর্ঘ দিন পর্যন্ত অব্যাহত রাখেন।

সদকায়ে জারিয়ার কথা হাদীসে এভাবে ব্যক্ত হয়েছে-

إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ.

মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার তিনটি আমল ছাড়া সমস্ত আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমল তিনটি হচ্ছে- সদকায়ে জারিয়া, এমন ইলম, যা থেকে উপকৃত হওয়া যায় এবং নেক সন্তান, যে তার জন্য দুআ করে। -সহীহ মুসলিম, হাদীস ৪৩১০

এসব প্রকল্পের নির্দিষ্ট কোনো একটির দায়িত্ব এককভাবে নেওয়া যায়। আবার কেউ চাইলে সাদাকায়ে জারিয়া খাতে যেকোনো পরিমাণ দান করতে পারেন। সে অর্থ কতৃপক্ষ সাদাকায়ে জারিয়ার যে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজন অনুভব করবেন সে খাতে ব্যয় করবেন।

অরাফাত ফাউন্ডেশনের সাদাকা জারিয়া কর্মসুচির মধ্যে মাসজিদ/মাদরাসা নির্মান, বৃক্ষরোপন, এতিমদের শিক্ষার খরচ বহন করা, নলকূপ খনন, দীনি বই পুস্তক বিতরণ করা সহ অন্যান্য কর্মসুচি রয়েছে।

এসব প্রকল্পের নির্দিষ্ট কোনো একটির দায়িত্ব এককভাবে নেওয়া যায়। আবার কেউ চাইলে সাদাকায়ে জারিয়া খাতে যেকোনো পরিমাণ দান করতে পারেন। সে অর্থ কতৃপক্ষ সাদাকায়ে জারিয়ার যে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজন অনুভব করবেন সে খাতে ব্যয় করবেন।

অরাফাত ফাউন্ডেশনের সাদাকা জারিয়া কর্মসুচির মধ্যে রয়েছে

=> মাসজিদ/মাদরাসা নির্মান,

=> বৃক্ষরোপন,

=> এতিমদের শিক্ষার খরচ বহন করা,

=> নলকূপ খনন,

=> দীনি বই পুস্তক বিতরণ করা সহ অন্যান্য কর্মসুচি রয়েছে।


SHARE:

সদকায়ে জারিয়া

সদকায়ে জারিয়া মানে- যে দানের উপকারিতা শুধু এককালীন নয়; বরং চলমান ও দীর্ঘদিন অব্যাহত থাকে। যে দানের উপকারিতা একবারই অর্জিত হয় সেগুলোর সওয়াবও একবারই হয়। পক্ষান্তরে যে দানের উপকারিতা দীর্ঘদিন অব্যাহত থাকে সেগুলোর সওয়াব তথা বিনিময়ও মহান আল্লাহ দীর্ঘ দিন পর্যন্ত অব্যাহত রাখেন।

Payment From:

চলুন সবাই মিলে ভালো কিছু করি

আমি একা কিছু করতে পারবো। কিন্তু, আমরা সবাই মিলে অনেক কিছু করতে পারবো।

icon
background images
logo

আরাফাত ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, উম্মাহর ঐক্য , শিক্ষা , দাওয়াহ ও মানব কল্যাণে নিবে দিত সেবা মূলমূক প্রতিষ্ঠান।

দান করুন

যোগাযোগের তথ্য

LocationYousufpur, Charghat, Rajshahi-6271, Bangladesh

স্বত্ব © 2024 আরাফাত ফাউন্ডেশন - সর্বস্বত্ব সংরক্ষিত।

পরিষেবার শর্তাবলী গোপনীয়তা নীতি