logo
দান করুন
general-fund

সাধারণ তহবিল

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন:–

 مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَهُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ کَمَثَلِ حَبَّۃٍ اَنۡۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِیۡ کُلِّ سُنۡۢبُلَۃٍ مِّائَۃُ حَبَّۃٍ ؕ وَ اللّٰهُ یُضٰعِفُ لِمَنۡ

যারা আল্লাহর পথে স্বীয় ধন-সম্পদ ব্যয় করে তাদের উপমা যেমন একটি শস্যবীজ, তা হতে উৎপন্ন হল সাতটি শীষ, প্রত্যেক শীষে (উৎপন্ন হল) এক শত শস্য, এবং আল্লাহ যার জন্য ইচ্ছা করেন বর্ধিত করে দেন; বস্তুতঃ আল্লাহ হচ্ছেন অতি দানশীল, সর্বজ্ঞ।(সূরাঃ আল-বাকারা, আয়াতঃ ২৮৬)  

হাদীসে এসেছেঃ 

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অর্থাৎ ‘প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন। (সহীহ্ বুখারী, হাদিস নং ১৪৪২)

যে কোনো ভালো কাজ একসঙ্গে অনেক করার চেয়ে নিয়মিত অল্প করা বশি উত্তম।

‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ‘আমল হলো, যা সদাসর্বদা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়। (সহীহ্ বুখারী, হাদিস নং ৬৪৬৪)

যেহেতু ফাউন্ডেশনের কিছু কিছু কার্যক্রম নিয়মিত পরিচালিত করতে হয়, (যেমন: কর্মক্ষমতাহীন মানুষদের খাদ্য সহয়তা, কর্মক্ষমতাহীন অসুস্থ মানুষকে ঔষধ সরবারহ করা)সেহেতু সাধারণ দানের এ খাতটির উপর ফাউন্ডেশনের উন্নয়ন-অগ্রগতি এবং বহুমুখী কল্যানমূলক কাজের ধারাবাহিকতা অনেকাংশে নির্ভরশীল।

যেহেতু ফাউন্ডেশনের কিছু কিছু কার্যক্রম নিয়মিত পরিচালিত করতে হয়, যেমন: কর্মক্ষমতাহীন মানুষদের খাদ্য সহয়তা, কর্মক্ষমতাহীন অসুস্থ মানুষকে ঔষধ সরবারহ করা। সেহেতু সাধারণ দানের এ খাতটির উপর ফাউন্ডেশনের উন্নয়ন-অগ্রগতি এবং বহুমুখী কল্যানমূলক কাজের ধারাবাহিকতা অনেকাংশে নির্ভরশীল।

SHARE:

সাধারণ তহবিল

ফাউন্ডেশনের কিছু কিছু কার্যক্রম নিয়মিত পরিচালিত করতে হয়, যেমন: কর্মক্ষমতাহীন মানুষদের খাদ্য সহয়তা, কর্মক্ষমতাহীন অসুস্থ মানুষকে ঔষধ সরবারহ করা। সেহেতু সাধারণ দানের এ খাতটির উপর ফাউন্ডেশনের উন্নয়ন-অগ্রগতি এবং বহুমুখী কল্যানমূলক কাজের ধারাবাহিকতা অনেকাংশে নির্ভরশীল।

background images
logo

আরাফাত ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, উম্মাহর ঐক্য , শিক্ষা , দাওয়াহ ও মানব কল্যাণে নিবে দিত সেবা মূলমূক প্রতিষ্ঠান।

দান করুন

যোগাযোগের তথ্য

LocationYousufpur, Charghat, Rajshahi-6271, Bangladesh

স্বত্ব © 2024 আরাফাত ফাউন্ডেশন - সর্বস্বত্ব সংরক্ষিত।

পরিষেবার শর্তাবলী গোপনীয়তা নীতি