"জি এম সাকিব আল হাসান" খুলনাতে অবস্থিত "মা 'হাদুল কুরআনিল কারীম" মাদ্রাসার নাজেরেনা বিভাগের ছাত্র। সাকিবের স্বপ্ন সে একজন বড় আলেম হয়ে ইসলামের খেদমত করবে। আমরা তার মাদ্রাসাতে গিয়ে সরেজমিনে খোঁজ নিয়ে এবং তার উস্তাদ/শিক্ষকের সঙ্গে কথা বলে জেনেছি যে সাকিব আল হাসান একজন মেধাবী ছেলে, তার মুখস্থ করার ক্ষমতা বেশ ভালো। শিক্ষকদের ধারণা তাকে একটু ভালোভাবে পড়াশোনার প্রতি একটু যত্ন নিলে সে একজন কোরআনের হাফেজ এবং আলেম হতে পারবে(ইনশাআল্লাহ)।