একটি শিশুর (আংশিক অথবা পূর্ণ) দায়িত্ব নেওয়ার মাধ্যমে আপনি একটি শিশুকে স্কুলে যেতে সাহায্য করতে পারেন যাতে সে ঝরে পড়ার ঝুঁকি ছাড়াই শিক্ষা লাভ করতে পারে।
ইসলামের দৃষ্টিতে এতিমের লালন-পালনের দায়িত্ব নেয়া জান্নাতে যাওয়ার মাধ্যম।
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো এতিমকে আপন মাতা-পিতার সঙ্গে নিজেদের (পারিবারিক) খাবারের আয়োজনে বসায় এবং (তাকে এই পরিমাণ আহার্য দান করে যে) সে পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।’ (মুসনাদে আহমাদ : ১৮২৫২)
এতিমের অভিভাবক জান্নাতে নবীজির কাছাকাছি থাকবে
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ‘আমি ও এতিমের অভিভাবক জান্নাতে দুই আঙুলের ন্যায় অতি কাছাকাছি থাকব।’ (বুখারি : ৬০০৫)
Loading...
আরাফাত ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, উম্মাহর ঐক্য , শিক্ষা , দাওয়াহ ও মানব কল্যাণে নিবে দিত সেবা মূলমূক প্রতিষ্ঠান।