ব্যয়ের নীতিমালা
- দাতাগণ যে খাতের জন্য দান করে থাকেন, সে খাতেই ব্যায় করা হয়।
- কোনো দাতা নিদৃষ্ট কোনো প্রজেক্ট সম্পন্ন করার জন্য ১০০% অর্থ দান করে থাকলে নিদৃষ্ট প্রজেক্ট সম্পন্ন করে দাতাকে ব্যয়ের বিস্তারিত হিসাব দেওয়া।
- বিভিন্ন প্রজেক্ট পরিচালনা বাবদ সংশ্লিষ্ট প্রজেক্ট থেকে অ্যডমিনিস্ট্রেটিভ খরচ।