



ছবির বাড়ীটির লোকেশন রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রাম। ঘরে যে মেয়েটা শুয়ে আছে তার নামঃ নিপা(সম্পূর্ন প্যারালাইজড)। নিপার বাবা অনেক আগেই মারা গিয়েছে। বৃদ্ধ মা এবং ২ টি মেয়ে বাচ্চা নিয়ে এই ছোট্ট কুড়ে ঘরে বসাবস করে। নিপার ২য় বাচ্চাটি হওয়ার আগে চেকআপ করতে গিয়ে রাস্তায় এক্সিডেন্টে ইস্পাইনাল কর্ডে আঘাত লাগার কারণে সম্পূর্ন প্যারালাইজড হয়ে গিয়েছে। এমন অবস্থা যে ২ য় বাচ্চাটি হওয়ার পরে বাচ্চাটির ব্রেষ্ট ফিডিং করার জন্য আরো একজনের সহযোগিতা লেগেছে।পরবর্তীতে স্বামী ছেড়ে দিয়েছে। এখন সব সময় বিছানাতেই থাকতে হয়। এখন বৃদ্ধ মা এবং ২ টি সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
| DATE | Details |
|---|