বিত্তশালীরা দান-সাদকা নামক আর্থিক ইবাদতটি সম্পাদন করলে সমাজের গরিব-অসহায় ও দারিদ্র্যক্লিষ্ট মানুষগুলো একটু ভালো থাকার সুযোগ পায়। আমাদের সকলের প্রচেষ্টায় আরাফাত ফাউন্ডেশনের সকল প্রকল্পকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে হবে। দেন-সাদকা সময়ের ব্যবধানে সমাজ থেকে কলুষিত ও অন্ধকার দূর করে আলোকিত সমাজ উপহার দেবে । ইনশাআল্লাহ